রাশিয়ান পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমা‘র ৩৮৬ সদস্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। এই নিষেধাজ্ঞার আওতায় রুশ আইনপ্রণেতাদের সম্পদ জব্দ করতে পারবে বরিস জনসনের প্রশাসন, তারা যুক্তরাজ্যে ভ্রমণও করতে পারবেন না।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘পরররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমা’র ৩৮৬ সদস্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। কারণ তারা ইউক্রেনের লুহানস্ক ও দোনেতস্ককে স্বাধীন বলে স্বীকৃতি দিয়েছেন।’
মন্ত্রণালয়টি আরও জানায়, ‘নতুন নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তিরা যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবে না, এখানে ব্যবসা ও সম্পদ রাখতে পারবে না।’
এদিকে ইউক্রেনের মানবিক করিডোরগুলোতে অতি দরকারি মানবিক সহায়তার বিষয়টিও নিশ্চিত করতে হবে। তুরস্কের আনতালিয়ায় এমনটাই জানিয়েছেন, ন্যাটোর সেক্রেটারি জেনারেল স্টোলটেনবার্গ।
তিনি বলেন, ‘আমি এখনো বিশ্বাস করি রাজনৈতিক ও কূটনৈতিক আলাপে এই সংকটের সমাধান হবে। তবে আপাতত মানবিক করিডোরগুলোতে যাতেন মানিবক সহায়তা পৌঁছাতে পারে দুই পক্ষকেই সেই নিশ্চয়তা দিতে হবে।
তিনি আরও বলেন, ন্যাটো ইউক্রেনে সেনা অথবা যুদ্ধ বিমান কোনোটাই পাঠাবে না। কারণ এতে রাশিয়া ও ন্যাটোভূক্ত ৩০ সদস্যের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল