ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বান্দিপোরা জেলায় একটি সামরিক চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। এ ঘটনায় আহত কো-পাইলটের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার উত্তর কাশ্মীরে জেলার গুরেজের তুলাইল এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, একজন পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্য একজনকে আহত অবস্থায় সরিয়ে নেওয়া হয়েছে এবং গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একজন কর্মকর্তা জানিয়েছেন, হেলিকপ্টারটি বিধ্বস্তের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে তা সম্পূর্ণ তুষারমুক্ত।
সূত্র: এনডিটিভি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন