ইউক্রেনে আক্রমণের জেরে পশ্চিমা দেশগুলো রাশিয়া এবং তার মিত্রদেশ বেলারুশের ওপর একের পর এক নিষেধাজ্ঞা প্রদান করছে। পুতিন দাবি করেছেন, নিষেধাজ্ঞা থেকে তার দেশ লাভবান হবে। এবার কিভাবে লাভবান হবে সেটা জানালেন তিনি।
শুক্রবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে সরাসরি এক বৈঠকে পুতিন বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ার প্রযুক্তি এবং অর্থনৈতিক সার্বভৌমত্ব শক্তিশালী করার একটি সুযোগ।
সাম্প্রতিক সময়ে এ ধরনের নিষেধাজ্ঞা থেকে রাশিয়া লাভবান হয়েছে উল্লেখ করে পুতিন বলেন, আমরা নতুন সক্ষমতা অর্জন করেছি এবং পুরাতন প্রযুক্তির ওপর নতুন প্রযুক্তিগত সফলতা পেয়েছি। এ সময় বেলারুশের সঙ্গে তার দেশ রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে আরও অধিক সক্ষমতা অজর্ন করবে বলে মন্তব্য করেন পুতিন।
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো প্রেসিডেন্ট পুতিনের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, অর্থনীতি পুনরুদ্ধারের জন্য যা কিছু প্রয়োজন বেলারুশের তা সব আছে।
সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল