রাশিয়ার নাগরিকদের বিপক্ষে বৈষম্যমূলক আচরণ করার অভিযোগ এনে এবার ইনস্টাগ্রামের ওপর বিধি-নিষেধ আরোপ করেছে রুশ কর্তৃপক্ষ।
তবে এখনও রাশিয়া ইনস্টাগ্রাম পুরোপুরি বন্ধ করে দিয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে রাশিয়ার মিডিয়া পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছিলো ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের পিতৃ কোম্পানি ‘মেটা’ রাশিয়ার বিরুদ্ধে সহিংসতা উস্কে দিচ্ছে।
এর আগে ফেসবুক, টুইটারের ওপরও বিধি-নিষেধ আরোপ করেছিলো রাশিয়া।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ নাজমুল