ইউক্রেনে রাশিয়ার হামলার আজ ১৬তম দিন। এদিন রুশ বাহিনী বিভিন্ন শহরে ব্যাপক গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনে গোলাবর্ষণ বন্ধে মিত্রদেশগুলোকে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা প্রদানের আহ্বান জানিয়েছেন। তার মতে- যে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে, সেগুলো যথেষ্ট নয়।
শুক্রবার কিয়েভের রাস্তা থেকে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরও শক্তিশালী হতে হবে।
বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন উল্লেখ করে জেলেনস্কি বলেন, যারা সহায়তা করেছে এবং যারা চুপ রয়েছে; ইউক্রেন তাদেরকে চেনে। এ সময় তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নকে আমাদের জন্য আরও কিছু করতে হবে। ইউক্রেনের জন্য এবং ইউরোপের জন্যও। আমরা তার জন্য অপেক্ষা করছি।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/কবিরুল