বেলারুশের আকাশ ব্যবহার করে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়ান বিমান বাহিনী। শুক্রবার এমন দাবিই করেছে ইউক্রেনের বিমান বাহিনী।
ইউক্রেন বিমান বিাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘এটা উস্কানি। তারা (রাশিয়া) আসলে বেলারুশকেও ইউক্রেন যুদ্ধে জড়াতে চায়।’
যদিও বারবার বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, কোনোভাবেই ইউক্রেন অভিযানে রাশিয়ার সাথে বেলারুশের সেনারা অংশ নেবে না। তবে শুরু থেকেই ইউক্রেন অভিযোগ করে আসছে, বেলারুশের ভূখণ্ড ও আকাশ সীমা ব্যবহার করে রাশিয়া হামলা চালাচ্ছে।
এদিকে সংকট সমাথানে বেলারুশ সীমান্তে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা সমঝোতা আলোচনায় বসছে। তিন দফা আলোচনা চলমান থাকলেও এখনও যুদ্ধ বন্ধের কোনো ঘোষণা আসেনি। যদিও আজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, দুই দেশের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল