‘পুতিনের ওপর চাপ অব্যাহত থাকবে। সে আগ্রাসনকারী, তাকে এর মূল্য চুকাতেই হবে’-শুক্রবার এমন মন্তব্যই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি পুতিনকে আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে, তবে তার মূল্যও রাশিয়াকে দিতে হবে।’
এছাড়াও ইউক্রেনে সেনা অভিযানের শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে রাশিয়ার সাথে ‘স্থায়ী স্বাভাবিক বাণিজ্যিক সম্পর্ক’ বাতিল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ফলে রাশিয়ার পণ্যের ওপর বড় অঙ্কের শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। রুশ অর্থনীতিতে এটা বড় ধরনের প্রভাব ফেলবে বলেই দাবি বাইডেন প্রশাসনের।
বাইডেন জানান, নিষেধাজ্ঞা আর আমদানির লাগাম টেনে ধরলেই রাশিয়ার অর্থনীতিতে ধস নামবে।
যুদিও শুক্রবারই রুশ প্রেসিডেন্ট বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞায় তার দেশে লাভবান হচ্ছে। এই নিষেধাজ্ঞা অর্থনৈতিক ও প্রযুক্তিগতভাবে রাশিয়াকে স্বয়ংসম্পূর্ণ হতে সাহায্য করবে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল