যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ইউক্রেন সংকট নিয়ে পুতিন ‘সত্যিকার কূটনৈতিক সমাধানে বিশ্বাসী নয়’।
রোমানিয়ায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের এই প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র একটি কূটনৈতিক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু মস্কো এখন কূটনৈতিক সমাধানে আগ্রহী নয় উল্লেখ করে তিনি হতাশা প্রকাশ করেন।
কমলা হ্যারিস বলেন, শুরু থেকে যুক্তরাষ্ট্র আন্তরিকভাবে কূটনৈতিকভাবে সম্পৃক্ত থাকার চেষ্টা করছে। কিন্তু আমরা যা কিছু জানি এবং যা কিছু দেখছি; প্রকৃত অর্থে পুতিনের কূটনৈতিক সমাধানে আগ্রহী দেখা যায়নি।
রাশিয়া ‘মিথ্যা’ এবং ‘অপতথ্যে’ নিয়োজিত উল্লেখ করে কমলা হ্যারিস বলেন, রাশিয়াকে তার কর্মের জন্য জবাবদিহি করা উচিত।
এদিকে শুক্রবার হোয়াইট হাউসে এক ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন, জি-৭ এর সঙ্গে মিলে রাশিয়ার ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত’ দেশের মর্যাদা কেড়ে নেওয়া হবে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও গ্রুপ অব সেভেন বা জি-৭ ভুক্ত দেশগুলো থেকে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ’ হিসেবে বাণিজ্য সুবিধা পেত রাশিয়া।
ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে বিশ্বব্যাপী ব্যাপক চাপের মুখে পড়েছে রাশিয়া। পশ্চিমা বহু দেশ এবং তাদের মিত্রদেশগুলোর কাছ থেকে একের পর এক নিষেধাজ্ঞায় পড়ছে মস্কো। রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যু ছাড়াও চাপ বাড়ছে বাণিজ্যিক ভাবেও।
সূত্র : সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল