যতই দিন যাচ্ছে ইউক্রেনে হামলার পরিধি বাড়িয়েই যাচ্ছে রাশিয়া। বিগত ১৬ দিনে দেশটির বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশবাহিনী। গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশটিতে হামলা চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া।
এক নজরে জেনে নিন শুক্রবারের প্রধান খবরগুলো
১. ইউক্রেনের লুটস্ক, ইভানো-ফ্রাংকিভস্ক এবং দনিপ্রোর ওপর রুশ আক্রমণ চালিয়েছে।
২. মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রে রুশ ভদকা, সামুদ্রিক খাদ্য এবং হীরা আমদানি নিষিদ্ধ করেছেন।
৩. ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, তাদের সৈন্যদের হাতে একজন উচ্চপদস্থ রাশিয়ান সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।
৪. রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রুশ-সমর্থিত সৈন্যদের পাশাপাশি লড়াই করতে স্বেচ্ছাসেবী যোদ্ধা পাঠানোর পরিকল্পনাকে সমর্থন করেছেন।
৫. ফেসবুক ও ইনস্টাগ্রামের অভিভাবক কোম্পানি ‘মেটা’কে একটি উগ্রপন্থী সংস্থা হিসেবে ঘোষণা এবং রাশিয়ায় এর কার্যক্রমকে নিষিদ্ধ করার জন্য আবেদন করেছে রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের দফতর।
৬. জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত দাবি করেছেন যে মস্কোর বাহিনী ইউক্রেনে জীবাণু অস্ত্রের চিহ্ন সরিয়ে ফেলার তথ্যপ্রমাণ পেয়েছে।
৭. ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক ভাষণে তার দেশে জীবাণু অস্ত্র তৈরি করছে বলে রাশিয়া যে অভিযোগ করেছে তা জোর দিয়ে অস্বীকার করেছেন। সূত্র: বিবিসি বাংলা
বিডি প্রতিদিন/কালাম