গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা।
এমন পরিস্থিতিতে রাশিয়া ও বেলারুশীয় ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে গান সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় ব্যান্ড পিংক ফ্লয়েড। সংগীতশিল্পী ডেভিড গিলমোরও এ বিষয়ে একমত হয়েছেন।
ব্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইউক্রেনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। ১৯৮৭ সালের পর থেকে এ পর্যন্ত ব্যান্ডটির প্রকাশিত যত গান দেশ দুটির ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড করা হয়েছে সব সরিয়ে নেওয়া হবে।
ডেভিড গিলমোর বলছেন, দেশ দুটির ডিজিটাল প্ল্যাটফর্মে যত একক গান রয়েছে, সব সরিয়ে নেওয়া হবে।
এক টুইটে ব্যান্ডের সদস্যরা লিখেছেন, ইউক্রেনে রাশিয়ার হামলার তীব্র নিন্দা জানাতে বিশ্বের সঙ্গে দাঁড়ানোর অংশ হিসেবে ১৯৮৭ সালের পর ব্যান্ডের প্রকাশিত এবং গিলমোরের সব একক গান রাশিয়া ও বেলারুশের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হবে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ ওয়াসিফ