রাশিয়ার সেনাবাহিনী দক্ষিণপূর্ব ইউক্রেনের শহর মেলিতোপোলের মেয়রকে আটক করেছেন। এই ঘটনার নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শুক্রবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি এই ঘটনাকে, গণতন্ত্রের বিরুদ্ধে অপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন।
এর আগে এক ভিডিওতে সরকারি ভবন থেকে মেলিতোপোলের মেয়র ইভান ফেদোরভকে রুশপন্থী সশস্ত্র বাহিনীর সদস্যদের আটক করে নিয়ে যেতে দেখা যায়।
এই ঘটনার পর রুশ সমর্থিত লুহানস্কের আঞ্চলিক প্রসিকিউটর দাবি করেন, মেলিতোপোলের মেয়র ইভান ফেদোরোভ ‘সন্ত্রাসী কার্যক্রম করেছেন’। তার বিরুদ্ধে অপরাধ তদন্তাধীন রয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ফেদোরভকে আটক আক্রমণকারীদের দুর্বলতার লক্ষণ।
তিনি আরও বলেন, তারা আমাদের মাতৃভূমিতে এসে কোনো সমর্থন পাচ্ছে না। যদিও তারা সমর্থন পাওয়ার দাবি করে। বছরের পর বছর ধরে তারা ‘মিথ্যা’ বলে আসছে যে, ইউক্রেনের নাগরিকরা তাদের আগমনের জন্য অপেক্ষা করছে।
জেলেনস্কি বলেন, এটা ইউক্রেন, এটা ইউরোপ। এটা একটি গণতান্ত্রিক বিশ্ব। মেলিতোপোলের মেয়রকে আটকের ঘটনা শুধুমাত্র কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, কোনো নির্দিষ্ট গোষ্ঠীর রিবুদ্ধে নয়, এটা শুধুমাত্র ইউক্রেনের বিরুদ্ধেও নয়; এটা গণতন্ত্রের বিরুদ্ধে অপরাধ।
এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী মেলিতোপোলের মেয়রের আটককে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, বেসামরিক নাগরিকদের আটক করা জেনেভা কনভেনশন বিরোধী।
সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল