নিজেদের অভিযানের গতি ধরে রাখতে ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীকে বেশ ধুঁকতে হচ্ছে বলে দাবি করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
টুইটারে এক বিবৃতিতে নিরাপত্তা বাহিনীর বরাতে মন্ত্রণালয়টি জানিয়েছে, ইউক্রেনে প্রতিকূল অবস্থার মধ্যে রুশ বাহিনীকে রীতিমতো খাবি খেতে হচ্ছে। যার কারণে দেশটির রাস্তা আর মহাসড়কেই ঘুরপাক খাচ্ছে রুশ সেনারা।
বিবৃতিতে আরও দাবি করা হয়, ইউক্রেনের সেনাবাহিনী বেশকিছু সেতু ধ্বংস করে দেওয়ার রুশ সেনাদের আরও বেশি ঝক্কি পোহাতে হচ্ছে।
নিয়মিত এ বিবৃতিতে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘ইউক্রেনের সামরিক বাহিনীর কাছে পরাস্ত হয়েছে রাশিয়ার রণকৌশল। ফলে রাশান সেনারা এখন একরকমের হতাশায় ভুগছে।’
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল