ইউক্রেনে অভিযানে অংশ নেওয়া রুশ সেনাদের হাতে আর মাত্র তিনদিনের গোলাবারুদ মজুদ আছে বলে দাবি করেছে ইউক্রেন।
সোমবার যুদ্ধপরিস্থিতি নিয়ে হালনাগাদ তথ্যে এই দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের দাবি, বর্তমানে ইউক্রেন অভিযানে অংশ নেওয়া রুশ বাহিনীর কাছে গোলাবারুদ এবং খাবারের মজুদ রয়েছে যা ‘তিন দিনের বেশি’ স্থায়ী হবে না।”
শুধু তাই নয়, রুশ বাহিনী কাছে যে জ্বালানি সরবরাহ রয়েছে তাও তিনদিনের বেশি চলবে বলে দাবি করেছে ইউক্রেনের মন্ত্রণালয়টি। এছাড়া রাশিয়া আরও বেশি সৈন্য মোতায়েনের চাহিদা পূরণেও ব্যর্থ হয়েছে বলেও দাবি করা হয় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
মন্ত্রণালয়টির আরও দাবি, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় বিমান বাহিনী নয়টি রাশিয়ান বিমান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। এগুলোর একটি বিমান, ছয়টি মনুষ্যবিহীন বিমান (ইউএভি) এবং দুটি হেলিকপ্টার।
একই সঙ্গে মধ্য ইউক্রেনের সুমি ওব্লাস্টের ছোট শহর ওখতিরকাতে ৩০০ রুশ সেনা সদস্য ইউক্রেনের উপর হামলা চালাতে অস্বীকার করেছে এবং অপারেশনের এলাকা ছেড়ে চলে গেছে বলেও দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়টির দাবি, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় বাহিনী ১৩টি রুশ হামলা প্রতিহত করেছে। এছাড়াও ধ্বংস করেছে ১৪টি ট্যাঙ্ক, আটটি পদাতিক যুদ্ধের যান, দুটি বহুমুখী টোয়িং যান, তিনটি আর্টিলারি সিস্টেম এবং চারটি অন্যান্য যান।
তবে ইউক্রেনের এসব দাবি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বিবিসি।
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে মঙ্গলবার ২৭তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৬ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম