ইউক্রেনীয় স্যাপা(র)স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ইউক্রেনের অন্তত ৮২ হাজার ৫২৫ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে এখন বিস্ফোরক ডিভাইস রয়েছে। এই আয়তন অস্ট্রিয়ার আয়তনের চেয়েও বড়।
বিজয়ের পর মানুষের বসবাসের উপযুক্ত করতে অঞ্চলগুলো থেকে বিস্ফোরক অপসারণ করতে হবে বলেও জানিয়েছে তারা।
সামরিক বাহিনীর যে শাখা রাস্তাঘাট মেরামত, ব্রিজ মেরামতসহ বিস্ফোরক পরিষ্কারের দায়িত্বে থাকে সেটা স্যাপা(র)স অ্যাসোসিয়েশন নামে পরিচিত।
সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল