অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভ্লাদ মিখনেনকোর পরিবার থাকেন ইউক্রেনের মারিওপোলে। বন্দরনগরীটি এখন রাশিয়ার দখলে। অনবরত গোলাবর্ষণ চলছে। এরইমধ্যে কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এই প্রভাষক জানিয়েছেন গেল ২৮ ফেব্রুয়ারির পর থেকে তিনি তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারেননি।
তিনি বলেন, ‘আমার পরিবারের ৫ সদস্য মারিওপোলে। তারা আগেই বাড়ির বেসমেন্টে আশ্রয় নিয়েছিল, আমি কল্পনা করতে পারছি না সেখানে কী ঘটছে। সেখানে কী হচ্ছে জানা খুবই কঠিন। তাই আশাবাদী থাকা খুব কঠিন।’
এই অধ্যাপক বিবিসিকে আরও জানিয়েছেন, তার মনে হয় ইউক্রেন এই শহর সহজে রাশিয়ার কাছে হস্তান্তর করবে না। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস কখনোও ইউক্রেন সেনাবাহিনী হাল ছাড়বে না।’
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল।