ইউক্রেনে সেনা অভিযানের ঘটনায় রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে জাপান। আর তাতেই গো ধরেছে মস্কো। তারা জানিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার আনুষ্ঠানিক শান্তি চুক্তিতে তারা সই করবে না।
এই ঘটনার জবাবদিহিতা চেয়ে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে জাপানের সহকারী পররাষ্ট্রমন্ত্রী।
১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলেও এখনও রাশিয়া ও জাপান শত্রুতা নিরসনে শান্তি চুক্তিতে সই করেনি। কারণ কুড়িল দ্বীপসহ কয়েকটি দ্বীপ নিয়ে এখনও জাপানের সাথে রাশিয়ার শত্রুতা চলছে।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল।