যুদ্ধপরিস্থিতিতে ইউক্রেনে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সরবরাহে কয়েক হাজার ‘ডিশ’ পাঠিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তার মহাকাশ সংস্থা স্পেসএক্স-এর সহযোগী প্রতিষ্ঠান ‘স্টারলিঙ্কের’ এই ডিশগুলো দেশটিতে রুশ অভিযান শুরুর পরপরই পাঠানো হয় বলে জানা গেছে।
এসব ডিশ ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা নগরীর বিভিন্ন ভবনের ছাদে স্থাপন করা হয়েছে।
স্পেসএক্সের সভাপতি গুয়েন শটওয়েল সিএনবিসি-কে এসব কথা বলেন। খবর বিবিসির।
তিনি জানান, লরি ভর্তি করে এসব ডিশ বা কিট পাঠানো হয়েছে। এই কিটের মাধ্যমে ইউক্রেন কর্তৃপক্ষ অল্প সময়ের মধ্যে ওয়াইফাই প্রযুক্তির মাধ্যমে মহাকাশ কক্ষপথে থাকা স্পেসএক্স-এর স্যাটেলাইটে সরাসরি যুক্ত হতে পারে।
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বুধবার ২৮তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৭ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। রুশ এই অভিযানে ইউক্রেন বিধ্বস্ত হওয়ার বিভিন্ন চিত্র সামনে আসলেও এখনও পর্যন্ত সেখানে ইন্টারনেট সরবরাহ ভালই রয়েছে। মাঝে মাঝেই দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ইন্টারনেটে যুক্ত হয়ে বিভিন্ন দেশের পার্লামেন্টে যুক্ত হয়ে ভাষণ দেওয়া ও বিশ্বনেতাদের সঙ্গে যোগাযোগের খবরে বিষয়টি স্পষ্ট। সূত্র: বিবিসি, সিএনবিসি
বিডি প্রতিদিন/কালাম