সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বুধবার ২৮তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৭ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
এদিকে, দেশের কোনও কোনও অঞ্চলে চরম প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় বাহিনী। শুধু মঙ্গলবারই কমপক্ষে একশ’ রাশিয়ান হত্যার দাবি করেছে ইউক্রেন। খবর আল-জাজিরার।
তবে ইউক্রেনের এই দাবি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি আল-জাজিরা।
শুধু তাই নয়, রাশিয়ার চলমান সামরিক অভিযানে সামিল হতে অস্বীকৃতি জানিয়েছে ‘বিশাল সংখ্যক’ বেলারুশিয়ান সৈন্য, এমন দাবিও করেছে ইউক্রেন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেলারুশ সেনাবাহিনীর ইউক্রেনের রাশিয়ার সেনা অভিযানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইউক্রেনের গোয়েন্দা বিভাগ জানিয়েছে- বিশাল সংখ্যক সৈন্য ও কিছু কমান্ডার রুশ বাহিনীর সঙ্গে অভিযানে জড়াতে অস্বীকৃতি জানিয়েছে। খবর আল-জাজিরার।
একটি টেলিগ্রাম পোস্টে বার্তায় মন্ত্রণালয় বলেছে- রাশিয়ান বাহিনী তাদের স্থল আক্রমণে সাফল্য না পাওয়ায় এখন ইউক্রেনের ‘গুরুত্বপূর্ণ অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস’ করার লক্ষ্য নিয়েছে। সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/কালাম