ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সেনাবাহিনীকে তার দেশের সেনারা শক্তিশালী আঘাত করেছে। এতে রুশ সেনাবাহিনীর বেশ ক্ষতি হয়েছে।
শুক্রবার রাতে এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। খবর সিএনএনের।
ভিডিওতে জেলনস্কি দাবি করেন, ইউক্রেন সেনাবাহিনীর হাতে প্রায় ১৬ হাজার রুশ সেনা নিহত হয়েছেন।
জেলেনস্কি বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী দেশের দক্ষিণ অঞ্চল, দোনবাস, খারকিভ এবং কিয়েভ অঞ্চলে শত্রুর আক্রমণ হঠিয়ে দিয়েছে। রুশ সেনাদের দমিয়ে রাখার মাধ্যমে রুশ নেতৃত্বকে সাধারণ এবং যৌক্তিক ধারণার মধ্যে রাখছে। অর্থপূর্ণ, জরুরি এবং ন্যায়সঙ্গত আলোচনা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে শুক্রবার ইউক্রেনে হতাহত সেনার সংখ্যা প্রকাশ করে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনে তাদের ১ হাজার ৩৫১ জন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ৮২৫ জন।
তবে বিশ্লেষকদের ধারণা, প্রকাশ করা সংখ্যার চেয়ে রাশিয়ার অনেক বেশি সেনা হতাহত হয়েছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল