ইউরোপের দেশ ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। এদিকে মস্কোর এই পদক্ষেপের কারণে দেশটির বিরুদ্ধে একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো। গত এক মাস ধরে প্রতিদিনই সেসব নিষেধাজ্ঞা কেবলই বেড়েছে।
তবে এবারই প্রথমবারের মতো নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনার কথা জানিয়েছে যুক্তরাজ্য। দেশটি বলছে, ইউক্রেন থেকে রুশ সেনাদের সরানো হলে মস্কোর বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। রবিবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেনে তার আগ্রাসন বন্ধ করেন এবং ‘আর কোনো আগ্রাসন না চালানোর’ প্রতিশ্রুতি দেন, তাহলে রুশ অলিগার্ক, ব্যাংক এবং ব্যবসার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে।
ব্রিটেনের সানডে টেলিগ্রাফ সংবাদপত্রকে তিনি আরও বলেছেন, রুশ প্রেসিডেন্ট (ইউক্রেনে) আবারও আক্রমণ করলে ‘নিষেধাজ্ঞার’ হুমকি বহাল থাকবে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সম্ভাব্য শান্তি আলোচনায় সহায়তা করার জন্য যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরে একটি ‘নেগোসিয়েশন ইউনিট’ প্রতিষ্ঠা করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ