ইউক্রেনের নিরপেক্ষ মর্যাদা নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে ইউক্রেনের বিতর্কের অন্যতম প্রধান বিষয় এই নিরপেক্ষ অবস্থান। অর্থাৎ এ সংক্রান্ত চুক্তি সম্মত হওয়া মানে ইউক্রেন আর কখনও ন্যাটো জোটভুক্ত হতে পারবে না।
জেলেনস্কি বলেছেন, “শান্তি চুক্তির অংশ হিসেবে একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত ইউক্রেন। তবে তা গণভোটের মাধ্যমে ঠিক হতে হবে এবং তৃতীয় কোনও পক্ষের মাধ্যমে নিশ্চিত করতে হবে।”
তিনি বলেন, “রাশিয়ার সাথে পরবর্তী দফা আলোচনায় তার অগ্রাধিকার হবে সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা। কার্যকর নিরাপত্তার নিশ্চিয়তা অপরিহার্য।”
“অবশ্যই আমাদের লক্ষ্য হল শান্তি এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দেশে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা,” যোগ করেন তিনি।
এদিকে, সোমবার তুরস্কে বৈঠকে বসতে যাচ্ছে ইউক্রেন ও রাশিয়া। তুরস্কের কোথায় এই বৈঠকে তা সুনির্দিষ্ট করে এখনও জানানো হয়নি।
প্রসঙ্গত, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে সোমবার ৩৩তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ৩২ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: বিবিসি, রয়টার্স
বিডি প্রতিদিন/কালাম