ইউক্রেনের লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে গত ২১ ফেব্রুয়ারি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরই মধ্যে সোমবার ৩৩তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। বিগত ৩২ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
তবে এখনও পর্যন্ত অনেক শহরে শক্তপ্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে ইউক্রেন। যুদ্ধের এই পরিস্থিতিতে পশ্চিমা মিত্রদের সহায়তা নিয়ে মতামত দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এ সময় তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “ফ্রান্সের ম্যাকরন অস্ত্র সহায়তা দিতে ব্যর্থ হয়েছে। কেন? কারণ, তারা রাশিয়াকে ভয় পায়। আর এটাই একমাত্র কারণ। আর যারা প্রথমেই এটা বলে তারাই আসলে প্রথম ভয় পায়।”
জেলেনস্কি বলেন, জার্মানি বেড়ার উপর রয়েছে। এ কারণে তারাও ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। রাশিয়ার সাথে তাদের দীর্ঘ সম্পর্ক রয়েছে এবং তারা অর্থনীতির বিষয়টি নিয়ে ভাবছে এবং পরিস্থিতি দেখছে। তারা মাঝে সাহায্যও করেছে। আমি মনে করি তারা চেষ্টা করছে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার।
অন্যদিকে ব্রিটেনের প্রশংসায় পঞ্চমুখ ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, “যুক্তরাজ্যের বরিস জনসন অস্ত্র পাঠাতে অনেক বেশি আন্তরিক। হ্যাঁ। সত্যি বলতে, জনসন এমন একজন নেতা যিনি আরও বেশি সাহায্য করছেন। অন্যান্য দেশগুলোর নেতারা ফলাফল কী হবে সে অনুযায়ী প্রতিক্রিয়া দেখায়। এক্ষেত্রে, জনসন একটি উদাহরণ।”
জেলেনস্কি বলে, “ব্রিটেন অবশ্যই আমাদের পাশে আছে। তারা ভারসাম্যমূলক আচরণ করছে না। আমাদের এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ব্রিটেন কোনও বিকল্প খোঁজার চেষ্টা করছে না।”
তিনি বলেন, “ব্রিটেন চায় ইউক্রেন জিতুক আর রাশিয়া হেরে যাক। কিন্তু ব্রিটেন যুদ্ধ আরও দীর্ঘ হোক সেটা চায় কি না তা বলতে আমি প্রস্তুত নই।” সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম