পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না, গত শনিবার পোল্যান্ডে এমন মন্তব্য করে সমালোচনায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরে অবশ্য, হোয়াইট হাউজ বিবৃতি দিয়ে বিষয়টি পরিষ্কার করে যে, বাইডেন আসলে পুতিনকে ক্ষমতা থেকে সরানোর কথা বলেননি। বলেছেন, পুতিন প্রতিবেশী দেশগুলোতে ক্ষমতার যে ব্যবহার করছেন তা এক দমই ঠিক নয়।
বাইডেনের কথায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্রেমলিন জানিয়েছিলো, ‘বাইডেন এ কথা বলার কোনো এখতিয়ারই রাখেন না। কারণ রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়ার জনগণই নির্বাচিত করেন।’
সোমবারও বাইডেনের কথার প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানিয়েছেন, বাইডেনের এই কথা উদ্বেগজনক।
ক্রেমলিন বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন পেশকভ।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল