ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। আজ শুক্রবার রুশ অভিযানের ৩৭তম দিন। দুই দেশের কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করলেও সহসাই এ সংঘাত বন্ধের লক্ষণ দেখছেন না বিশ্লেষকেরা।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলেছে, ইউক্রেনের রাজধানী কিয়েভমুখী রুশ সেনাবহরটির বর্তমান অবস্থানস্থল সম্পর্কে নিশ্চিত নয় তারা।
পেন্টাগনের দাবি, রুশ সেনাবহরটি তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এমনকি ৪০ মাইল দীর্ঘ এ বহরটির এখন অস্তিত্ব আছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছে পেন্টাগন।
মার্চের শুরুর দিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রুশ বহরটি কিয়েভ থেকে মাত্র ১৫ মাইল দূরত্বে অবস্থান করছে।
পরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জন কিরবি দাবি করেন, কিয়েভ অভিমুখে থাকা রুশ বহরটি পথেই থমকে রয়েছে। পরে নতুন স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে মাক্সার টেকনোলজিস বলেছিল, এ বহর ভাগ হয়ে আশপাশের এলাকাগুলোতে অবস্থান নিচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থবির হয়ে পড়া রুশ বহরটি একপর্যায়ে অভিযানের ক্ষেত্রে রাশিয়ার সংকটের প্রতীক হয়ে উঠেছিল। এক মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের প্রথম সপ্তাহগুলোতে বেশ কয়েকবারই এ বহরের ওপর আক্রমণ করেছে ইউক্রেনীয় বাহিনী।
সূত্র: রয়টার্স।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন