রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ভারতের প্রধানমন্ত্রী নরেন্ত্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের সংঘাত একপেশেভ বিবেচনা না করায় ভারতের প্রশংসা করেছেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক হামলা শুরু করে রাশিয়া। পশ্চিমা দেশ এবং তাদের মিত্রদেশগুলো এই হামলার ব্যাপক নিন্দা জানিয়েছে। কিন্তু ভারত রাশিয়াকে নিন্দা জানানোর কাতারে যোগ দেয়নি।
তবে শুক্রবার বৈঠকে সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইউক্রেনে সহিংসতা বন্ধের ওপর জোর দিয়েছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, রাশিয়ার কাছ থেকে অন্যতম প্রধান অস্ত্র ক্রেতা দেশ ভারত। চীনের বিরুদ্ধে সমর্থন পাওয়ার প্রত্যাশায় দিল্লি মস্কোর সঙ্গে সম্পর্কে জোর দিচ্ছে। ২০২০ সালে সীমান্ত নিয়ে ভারতের সেনাদের সঙ্গে চীনের সেনাদের ভয়াবহ সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে ভারতের ২০ জন সেনা নিহত হন।
বিডিপ্রতিদিন/কবিরুল