ইউক্রেনে আক্রমণের ৩৮ দিন আজ। এখন পর্যন্ত পাকিস্তান দেশটিতে রাশিয়ার হামলার নিন্দা জানায়নি।
কিন্তু দেশটিতে রাজনৈতিক অস্থিরতা মধ্যে সেনাপ্রধান কামার বাজওয়া শনিবার বলেছেন, ইউক্রেনে রুশ আক্রমণ অবিলম্বে বন্ধ হওয়া উচিত। কামার বাজওয়া ইউক্রেনে রুশ হামলাকে ‘বিশাল মর্মান্তিক ঘটনা’ (গ্রেট ট্রাজেডি) হিসেবেও উল্লেখ করেছেন। খবর ডনের।
গত ফেব্রুয়ারিতে দুই দিনের (২৩–২৪ ফেব্রুয়ারি) সফরে মস্কোয় যান ইমরান খান। ওই সময় রাশিয়া সফরে না যেতে যুক্তরাষ্ট্র ইমরানকে অনুরোধ করেছিল।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সংসদে এখন বিরোধী সংসদ সদস্যদের অনাস্থা প্রস্তাবের মুখে পড়েছেন। সম্প্রতি তিনি অভিযোগ করছেন, ফেব্রুয়ারিতে রাশিয়া সফরে যাওয়ায় একটি ক্ষমতাধর দেশ ক্ষুব্ধ হয়েছে। ক্ষমতাধর বলতে তিনি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করেছেন।
গত ১ মার্চ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়ে জাতিসংঘের প্রস্তাবে পাকিস্তানের সমর্থন চেয়ে ইউরোপীয় ইউনিয়নসহ ২২টি দেশের কূটনীতিকরা যৌথভাবে একটি চিঠি দিয়েছিল। সেই চিঠির প্রতিক্রিয়ায় ইমরান খান পশ্চিমা দেশগুলোর কূটনীতিকদের উদ্দেশে প্রশ্ন করেন— ‘আমরা কি আপনাদের গোলাম...আপনারা যা বলবেন, আমরা তাই করব?
এরপর পাকিস্তান সেনা প্রধানের ইউক্রেনে হামলা নিয়ে কথা বলা আন্তর্জাতিক মহলে নতুন করে কৌতুল সৃষ্টি করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল