প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব খারিজ করলেন পাকিস্তানের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। তিনি বলেছেন, এই অনাস্থা প্রস্তাব সংবিধানের ৫ নং অনুচ্ছেদের বিরোধী।
পাকিস্তানের সংবিধানের ৫ নং অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রের প্রতি অনুগত থাকা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। প্রত্যেক নাগরিককে (সে যেখানেই থাকুক না কেন এবং পাকিস্তানে থাকা সবাইকে) সংবিধান ও আইনের প্রতি অনুগত থাকতে হবে।
আজ রবিবার পাকিস্তানের জাতীয় সংসদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। এর আগে স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে বিরোধীরা অনাস্থা প্রকাশ করায় ডেপুটি স্পিকার কাসিম খান সুরি জাতীয় সংসদে সভাপতিত্ব করেন।
সূত্র : ডন
বিডি প্রতিদিন/ফারজানা