দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে গতকাল শনিবার আরও তিন ফিলিস্তিনি নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরায়েলের সেনাদের বর্বরতা ও হত্যাকাণ্ড তেল আবিবের নিরাপত্তা নিশ্চিত করবে না।
হামাস বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের কাপুরুষোচিত হত্যাকাণ্ডের শিকার ফিলিস্তিনি যোদ্ধাদের জন্য আমরা শোক প্রকাশ করছি কিন্তু এই হত্যাকাণ্ড দখলদারদেরকে কখনো নিরাপত্তা দেবে না। তাদের এসব অপরাধযজ্ঞ শুধুমাত্র ফিলিস্তিনি জনগণকে নিজেদের ভূখণ্ড রক্ষার ইচ্ছা এবং প্রতিশ্রুতিকে শক্তিশালী করবে।
উল্লেখ্য, শনিবার ইহুদিবাদী সেনারা জেনিন শহরের কাছে একটি গাড়িতে গুলি চালিয়ে ওই তিন ফিলিস্তিনিকে হত্যা করে। ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড তিন ফিলিস্তিনকে তাদের সদস্য বলে ঘোষণা করেছে। নিহত তিন ফিলিস্তিনের নাম হচ্ছে সায়েব আবহেরা, খলিল তাওয়ালবে এবং সাইফ আবু লিবদে।
সূত্র : পার্সটুডে ও প্রেস টিভি।
বিডি-প্রতিদিন/শফিক