ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমের জেলেনস্কি এবার সম্মানজনক গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ভাষণ দিলেন। রবিবার লাস ভেগাসে অনুষ্ঠিত ৬৪তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে রেকর্ডকৃত ভাষণে তিনি বলেছেন, ‘আমাদের দেশের সঙ্গীতশিল্পীরা টাক্সিডো (এক ধরনের স্যুট) নয়, পরে সামরিক পোশাক।’ খবর দ্য নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও ইউএসএ টুডের।
জেলেনস্কি বলেন, ‘হাসপাতালে আহতদের উদ্দেশে গান করে আমাদের শিল্পীরা। যুদ্ধের বিভীষিকা থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য গাওয়া হয় গান, এমনকি তাদের প্রতিও নিবেদিত হয় এই গান; যারা শুনতে পাবে না কিছুই। কিন্তু তারা বিশ্বাস করে, এই গানে আসবে যুগান্তকারী পরিবর্তন।’
এদিন লেডি গাগা, জাস্টিন বিবারসহ তারকায় ঠাসা গ্র্যামি অনুষ্ঠানে শক্তিশালী ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট রুশ বাহিনীর বোমার আঘাতে তৈরি হওয়া নৈঃশব্দকে সুর দিয়ে পূর্ণ করার জন্য সঙ্গীতশিল্পীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, যেভাবে পারেন সেভাবেই আমাদের সাহায্য করুন। তবু চুপ থাকবেন না। আপনাদের সুর দিয়ে ভরিয়ে দিন যুদ্ধের নির্মম নৈঃশব্দ।
বিডি-প্রতিদিন/শফিক