জার্মানি রাশিয়ার ৪০ কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করেছে যা বহিষ্কারের সমরূপ। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়রবক সোমবার এই ঘোষণা দেন।
এই ঘটনার পরপরই ফ্রান্স রাশিয়ার ৩৫ জন কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্তের তথ্য জানায়।
রুশ সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভ সংলগ্ন এলাকা ছেড়ে যাওয়ার পর ইউক্রেনীয় সেনারা শহরটিতে প্রবেশ করেছে। সেখানে তারা গণকবর এবং সোমবার পর্যন্ত ৪১০টি লাশ পেয়েছে। বেসামরিক নাগরিকদের লাশ পাওয়ায় বিশ্বজুড়ে তোপের মুখে পড়েছে রাশিয়া। এই ঘটনায় জাতিসংঘ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করবে বলে জানিয়েছে।
রুশ কূটনীতিক বহিষ্কারের বিষয়ে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেন, ‘অবিশ্বাস নৃশংসতা’র জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জার্মানি ও ফ্রান্সের আগে ইউরোপীয় দেশ লিথুয়ানিয়া তাদের দেশে থাকা রুশ কূটনীতিককে বহিষ্কার করে।
কূটনীতিক বহিষ্কারে জার্মানির সিদ্ধান্তে চরম অসন্তুষ্টি প্রকাশ করেছে রাশিয়া। জার্মানিতে অবস্থিত রুশ দূতাবাস এক বিবৃতিতে বলেছে, জার্মানির সিদ্ধান্ত অবন্ধুত্বপূর্ণ এবং এতে সম্পর্ক খারাপ হবে।
সূত্র: আল জাজিরা