মার্চের মাঝামাঝিতে একটি হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, তবে তা গোপন রাখা হয়।
বিষয়টি গোপন রাখার কারণ হিসেবে আমেরিকার একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইউরোপ সফর ও রাশিয়ার সাথে উত্তেজনা বৃদ্ধি এড়াতেই বিষয়টি গত দুই সপ্তাহ ধরে গোপন রাখা হয়।
ওই কর্মকর্তা আরও জানান, হাইপারসনিক এয়ার-ব্রিথিং ওয়েপন কনসেপ্ট (এইচএডব্লিউসি) এর ওই মিসাইলটি একটি বি-৫২ বোমারু বিমান থেকে পশ্চিম উপকূলে উৎক্ষেপণ করা হয়। এটি হাইপারসনিক এয়ার-ব্রিথিং ওয়েপন কনসেপ্ট (এইচএডব্লিউসি) সিস্টেমের লকহিড মার্টিন সংস্করণের প্রথম সফল পরীক্ষা।
পশ্চিম ইউক্রেনে একটি গোলাবারুদ গুদামকে লক্ষ্যবস্তু করে রাশিয়া নিজস্ব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করার কয়েকদিন পর এই মার্কিন হাইপারসনিক মিসাইলটির সফল পরীক্ষাটি চালানো হয় বলে জানা গেছে। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/কালাম