ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, বুচা শহরের যে ভয়াবহ ঘটনা সামনে এসেছে তা কেবল শুরু, এর থেকে মারিউপোলের অবস্থা আরও খারাপ।
পোলান্ডের ওয়ারশ শহরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে দিমিত্র কুলেবা এই মন্তব্য করেন।
বুচা ইউক্রেনের উপকণ্ঠের একটি ছোট শহর। রুশ সেনারা এই শহর ছেড়ে যাওয়ার পর ইউক্রেনের বাহিনীর শহরে প্রবেশ করে সোমবার পর্যন্ত গণকবর এবং সড়কে হাত-পা বাঁধা চারশর বেশি বেসামরিক নাগরিকের লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে।
ওয়ারশ শহরে সংবাদ সম্মেলনে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার বিরুদ্ধে তার দেশ যুদ্ধে জয় লাভ করেছে। কিন্তু যুদ্ধ এখনো শেষ হয়নি।
তার দেশ নতুন করে রাশিয়ার বড় ধরনের আক্রমণের মুখোমুখি হতে যাচ্ছে মন্তব্য করে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দোনেতস্ক এবং লুহানস্ক অঞ্চলে রাশিয়া আরও অঞ্চল দখল করবে। তারা মারিউপোল দখলেরও চেষ্টা করবে।
ইউক্রেনের এই মন্ত্রী বলেন, কোনো অতিরঞ্জন এবং দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, বুচার থেকে মারিউপোলের অবস্থা আরও শোচনীয়।
পশ্চিমা মিত্র দেশগুলোর প্রতি তিনি রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা প্রদানের আহ্বান জানান।
সূত্র: আনাদোলু এজেন্সি
বিডিপ্রতিদিন/কবিরুল