বুচায় গণহত্যা চালানোর অভিযোগে রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমা দেশগুলো।
জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ও তার সমর্থকরা এর পরিণতি টের পাবে। পশ্চিমা মিত্ররা রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দেবে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানিয়েছেন, রাশিয়া ও পুতিনের ওপর চাপ বাড়াতে কঠোর নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান মিত্রদের সাথে কাজ করছে।
এছাড়াও ফ্রান্স ও জার্মানি রাশিয়ার কূটনৈতিকদের বরখাস্ত করার কথাও জানিয়েছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল