ইউক্রেনের বুচা শহরের একটি ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে হাত বাঁধা অবস্থায় পাঁচ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
বুচা শহরে নৃশংসতা হত্যা ও নির্যাতনের ব্যাপক সমালোচনার মধ্যেই নতুন করে এই দাবি করা হল।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস থেকে এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে। তাদের দাবি, একটি শিশু স্বাস্থ্য রিসোর্টের বেসমেন্ট থেকে ওই পাঁচ মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, পুলিশ ওই শিশু হাসপাতালের আন্ডারগ্রাউন্ড থেকে হাত বাঁধা অবস্থায় পাঁচজন পুরুষের মরদেহ উদ্ধার করে।
“রুশ সশস্ত্র বাহিনীর সৈন্যরা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের নির্যাতন ও হত্যা করেছে,” দাবি করা হয় ওই বিবৃতিতে। সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/কালাম