অর্থনৈতিক সঙ্কটের মধ্যেই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়ার জোটে আরেক ধাক্কা। ৪০ জনের বেশি সংসদ সদস্য গোতাবায়ার জোট ছেড়েছেন। মঙ্গলবার তারা এই ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদন জানানো হয়েছে, গোতাবায়ার জোটে থাকা লঙ্কা পদুজানা পেরামুনা-এসএলপিপি জানিয়েছে তারা স্বতন্ত্রভাবেই সংসদে অংশ নেবেন।
তবে সরকার থেকে সরে গেলেও বিরোধীদের প্রতি এখনও সমর্থন জানায়নি পেরামুনার এমপিরা। ফলে সংসদে তাদের ভূমিকা কী হবে সে নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
সঙ্কটের মুখে এরই মধ্যে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া গোতাবায়ার মন্ত্রী পরিষদের বাকি ২৬ সদস্য পদত্যাগ করেছেন। বিরোধীদের সর্বদলীয় মন্ত্রীসভা গঠনে গোতাবায়া আহ্বান জানালেও সে ডাকে সাড়া মেলেনি।
এই অবস্থায় দ্বীপ রাষ্ট্রটির সবগুলো গুরুত্বপূর্ণ শহরগুলোতে মঙ্গলবারও বিক্ষোভ অব্যাহত রয়েছে। অন্যদিকে জীবনরক্ষাকারী ওষুধের সঙ্কট দেখা দেওয়া দেশজুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল