ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির টেলিভিশনে বক্তব্য দিচ্ছেন। ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স বক্তব্যের কিছু অংশ প্রকাশ করেছে।
বক্তব্যে জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক নাও হতে পারে।
প্রসঙ্গত, রুশ সেনাদের তীব্র আক্রমণের মধ্যে জেলেনস্কি বেশ কয়েকবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছিলেন। যদিও ওই সময় রাশিয়ার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক হওয়া সম্ভব। তবে তার আগে অবশ্যই দুই দেশকে সুনির্দিষ্টভাবে একটি লিখিত সমঝোতা নথি তৈরি করতে হবে।
জনগণের উদ্দেশ্যে মঙ্গলবার দেওয়া বক্তব্যে জেলেনস্কি বলেন, সমঝোতা হবে কিনা এটা কোনো প্রশ্ন না, প্রশ্ন হলো আলোচনার টেবিলে আমরা কতটা শক্তিশালী।
ইউক্রেন রাশিয়ার সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্ত করবে উল্লেখ করে তিনি বলেন, বিদেশি প্রসিকিউটদের সঙ্গে এ বিষয়ে কাজ করা হবে।
সূত্র: গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল