ইউক্রেন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগামীকাল বুধবার রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করতে পারে বলে জানিয়েছেন ফরাসি মন্ত্রী ক্লেমেন্ট বিউন।
ইউক্রেনের উত্তরাঞ্চলে বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যার জেরে এই নিষেধাজ্ঞা আসছে বলে জানান ফ্রান্সের ইইউ বিষয়ক এই মন্ত্রী।
মঙ্গলবার ‘আরএফআই’ রেডিওকে এ কথা জানান ক্লেমেন্ট বিউন।
এ সময় ইইউকে রাশিয়া থেকে গ্যাস এবং কয়লা আমদানির বিষয়েও দ্রুত পদক্ষেপ নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তবে বুচাসহ ইউক্রেনের যেকোনও স্থানে বেসামরিক হত্যার যেকোনও অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজয়া বলেছেন, তার দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যথোপযুক্ত প্রমাণ পেশ করবে, যার দ্বারা প্রমাণ হবে রুশ বাহিনী নৃশংসতার সাথে জড়িত ছিল না। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম