রাশিয়ার সেনারা ইউক্রেনের বুচা শহরে বেসামরিক নাগরিকদের হত্যা করেছে- এই ঘটনাকে ‘ভুয়া’ (ফেক) বলে মন্তব্য করেছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেছেন, নিজ স্বার্থ চরিতার্থ করতে ইউক্রেন এই প্রোপাগান্ডা চালাচ্ছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী বুচা শহরে বেসামরিক লোকজনের লাশ ও গণকবরের সন্ধান পাওয়ার দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগ করা হচ্ছে।
বুচার ঘটনা নিয়ে সাবেক রুশ প্রেসিডেন্ট দাবি করেছেন, বিশাল পরিমাণ অর্থের লোভে মনগড়া এই ভিডিও বানানো হয়েছে।
দিমিত্রি মেদভেদেভ ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। বর্তমান তিনি রাশিয়ার নিরাপত্তা বিভাগের উপ সচিবের দায়িত্বে রয়েছেন।
বুচার ঘটনা নিয়ে এর আগে রাশিয়ার সংসদের নিম্নকক্ষের স্পিকার ভিয়াচেসলভ ভলোদিন বলেছিলেন, বুচার ঘটনা উসকানিমূলক। রাশিয়ার সেনাবাহিনীর সম্মানহানি করতে এটা করা হয়েছে। এই কাজে ওয়াশিংটন এবং ব্রাসেলস চিত্র নাট্য লিখেছে এবং কিয়েভ অভিনেতার ভূমিকা পালন করেছে বলে দাবি করেন তিনি।
সূত্র: গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল