পাকিস্তানে চরম পর্যায়ে পৌঁছেছে রাজনৈতিক অস্থিরতা। এরই মধ্যে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ওঠা অনাস্থা প্রস্তাব এবং সংসদ ভেঙে দেওয়ার প্রসঙ্গটি সেদেশের সুপ্রিম কোর্টে চলে গেছে।
এদিকে, মঙ্গলবার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা অনাস্থা প্রস্তাবের উপর পরিচালিত জাতীয় সংসদের কার্যক্রমের রেকর্ড চেয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
ভোট ছাড়াই প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করার জন্য জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কাসিম সুরির রায়ের বৈধতা নিয়ে পুনরায় শুনানি শুরু করার সাথে সাথে শীর্ষ আদালত এই নির্দেশনা জারি করেছেন।
পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়ালের নেতৃত্বে বিচারপতি ইজাজুল আহসান, বিচারপতি মোহাম্মদ আলী মাজহার, বিচারপতি মুনিব আখতার এবং বিচারপতি জামাল খান মান্দোখাইল সহ পাঁচ সদস্যের বেঞ্চ এই মামলার শুনানি করছেন।
সূত্র: ডন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন