ইউক্রেনের রাজধানী কিয়েভের অদূরে বুচা শহরে হত্যাযজ্ঞের শিকার মানুষগুলো বোমা হামলা নয়, বরং তাদের ৯০ শতাংশকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় মেয়র।
স্থানীয় মেয়র আনাতোলি ফেদোরুক জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের কাছে এই দাবি করেছেন। খবর আল-জাজিরার।
রুশ কর্তৃপক্ষে দাবি, ইউক্রেনের নিজেদের বোমায় বুচায় হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে। এর জবাবে মেয়র আনাতোলি ফেদোরুক বলেন, বোমায় নয়, বরং হত্যার শিকার প্রায় ৯০ শতাংশই প্রাণ গেছে গুলিতে।
তিনি বলেন, বুধবার রাত পর্যন্ত ৩২০ বেসামরিক লোকের মরদেহ পাওয়া গেছে। নিহতের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে কারণ অনেক লাশকে কবর দেওয়া হয়েছে কিংবা বুকার বাইরের গ্রামের পার্ক এবং স্কোয়ারে ফেলে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বুচায় হত্যাযজ্ঞের শিকারদের ছবি এবং ভিডিওগুলোকে ‘ভুয়া’ বলে অভিহিত করেছে রাশিয়া। তাদের দাবি, সেগুলো ইউক্রেনীয় বাহিনীর সাজানো নাটক। সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/কালাম