পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নাকচ করে দেওয়ার আদেশ সাংবিধানিক ছিল কিনা দেশটির সুপ্রিম কোর্ট সে সম্পর্কে রুল দিতে পারেন আজ।
স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, পঞ্চম দিনের শুনানি শেষে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই রুল দিতে পারেন।
এর আগে গতকাল প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ প্রেসিডেন্ট ড. আরিফ আলভি ও ক্ষমতাসীন পিটিআইয়ের আইনজীবীসহ সরকার পক্ষের যুক্তি শুনেন। এর আগের দিন বিরোধীদের যুক্তি শোনা হয়েছিল।
গতকাল শুনানির পর প্রধান বিচারপতি বান্দিয়াল বলেছিলেন, সুপ্রিম কোর্ট এই মামলা দ্রুত শেষ করতে চায়।
বিডিপ্রতিদিন/কবিরুল