যুক্তরাষ্ট্র পুতিনের দুই মেয়ে মারিয়া ভরোন্তসোভা এবং ক্যাটেরিনা তিখোনোভার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এটা নিয়ে সাংবাদিকরা রুশ প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্রের কাছে প্রতিক্রিয়া জানতে চান।
পুতিনের পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এটা বোধগম্য নয় এবং ব্যাখার যোগ্যও নয়।
ভ্লাদিমির পুতিন নিজের পরিবার নিয়ে সব সময় গোপনীয়তা রক্ষা করে চলেন। ফলে তার মেয়েদের সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না।
তবে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, পুতিনের বড় মেয়ে মারিয়া ভরোন্তসোভা। বর্তমানে তার বয়স ৩৫। তিনি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয় থেকে জীববিজ্ঞান নিয়ে পড়ালেখা করেছেন। এরপর তিনি স্টেট বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিন নিয়ে গ্র্যাজুয়েশন করেছেন। তিনি বর্তমানে এন্ডোক্রিনোলজিস্ট হিসেবে কাজ করছেন এবং মেডিসিন বিদ্যায় ক্যারিয়ার গড়েছেন। মারিয়া নেদারল্যান্ডসের ব্যবসায়ী জোরিত ফাসেনকে বিয়ে করেছেন। ধারণা করা হয় তাদের সন্তানও রয়েছে।
অন্যদিকে পুতিনের ছোট মেয়ে ক্যাটেরিনার বয়স ৩৫। তিনি রক এন রোল নামে বিশেষ একটি নাচের নৃত্যশিল্পী ছিলেন। সূত্র: গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল