পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলীয় নেতাদের তোলা অনাস্থা প্রস্তাব বাতিলের আদেশের বিষয়ে দেশটির সুপ্রিম কোর্টে শুনানি শেষ হয়েছে।
স্থানীয় গণমাধ্যম ডন এবং কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, শুনানি আপাতত মূলতবি আছে। সন্ধ্যা সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়) রায় ঘোষণা করা হবে।
সংবাদমাধ্যম আল জাজিরার মতে— পাকিস্তানের সুপ্রিম কোর্ট সম্ভাব্য ৪টি বিষয়ের যে কোনো একটি নির্দেশ দিতে পারেন। তাহলো—
১। আদালত সংসদ পুনর্বহালের আদেশ দিয়ে অনাস্থা প্রস্তাব নিয়ে ফের ভোটাভুটির নির্দেশ দিতে পারেন।
২। নতুন নির্বাচনের নির্দেশ দিতে পারেন যেটা ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইও চাচ্ছে।
৩। সংবিধান লঙ্ঘনের জন্য আদালত ইমরান খানকে ক্ষমতা থেকে বিরত রাখার নির্দেশ দিতে পারেন অথবা
৪। সংসদীয় বিষয়ে আদালতের কিছু করার এখতিয়ার নেই বলে রায় দিতে পারেন।
গত ৩ এপ্রিল প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধী দলগুলোর অনাস্থা প্রস্তাব ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে খারিজ করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার। এরপরই প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে জাতীয় পরিষদ ভেঙে দেন প্রেসিডেন্ট।
পুরো প্রক্রিয়াটিকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়েছেন বিরোধীরা। সুপ্রিম কোর্ট অনাস্থা প্রস্তাব খারিজের দিনই স্বতঃপ্রণোদিত হয়ে শুনানি গ্রহণ করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল