ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। তবে নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও করে যাচ্ছে ইউক্রেন।
এমন পরিস্থিতিতে ইউক্রেনে রাশিয়ার ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’র কথা স্বীকার করেছে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন স্বীকারোক্তি দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, ‘আমাদের সেনাদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং এটি আমাদের জন্য এক বিশাল ট্র্যাজেডি।’
উল্লেখ্য, ইউক্রেনে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা মস্কোর বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে। এসব নিষেধাজ্ঞার ফলে বৈশ্বিক অর্থনীতি থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে মস্কো। শীর্ষ রুশ ব্যাংকগুলো সুইফট ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করতে পারছে না। কয়েকটি ক্রেতা দেশ রুশ তেল কিনতে অনাগ্রহ প্রকাশ করছে। এতে মস্কোর অর্থনীতির ওপর চাপ বাড়ছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ ওয়াসিফ