রুশ বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সহায়তার অংশ হিসেবে ইউক্রেনে ভারী সাঁজোয়া যান পাঠাল অস্ট্রেলিয়া।
গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় দেশটির কাছে ভারী সাঁজোয়া যান চেয়ে অনুরোধ করে। এরপর ২০টি সাঁজোয়া যান দেওয়ার প্রতিশ্রুতি দেয় অস্ট্রেলিয়া।
এর মধ্যে প্রথম চালানে তিনটি ভারী সাঁজোয়া যান ইউক্রেনে পাঠাল অস্ট্রেলিয়া।
ভারী সুরক্ষিত এই বুশমাস্টার যানগুলো যুদ্ধ অঞ্চলে সৈন্য এবং বেসামরিক লোকদের পরিবহনের জন্য ব্যবহার করা হবে। তবে এগুলো আক্রমণ পরিচালনার কাজে ব্যবহার করা হবে না।
উল্লেখ্য, ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তার অংশ হিসেবে ১৯০ অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় এক হাজার ৬৪৩ কোটি টাকা) প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে রাশিয়ার বিভিন্ন ধনকুবের, প্রভাবশালী কর্মকর্তা ও তেল আমদানির ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম