সঙ্কট কাটাতে এবার বিশ্বের নানা দেশে থাকা শ্রীলঙ্কান প্রবাসীদের দ্বারস্থ হয়েছে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সরকার। বিদেশে থাকা নাগরিকদের নগদ অর্থ পাঠানোর আহ্বান জানিয়েছে শ্রীলঙ্কা সরকার।
৫১ বিলিয়ন বিদেশি ঋণের বোঝা মাথায় নিয়ে আগেই নিজেদের ঋণখেলাপি ঘোষণা করেছে শ্রীলঙ্কা। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নন্দলাল বীরাসিংহে জানিয়েছেন, বিদেশি লেন-দেন ঠিক রাখতে তার বিদেশে থাকা শ্রীলঙ্কানদের সহযোগিতার প্রয়োজন।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নন্দনাল আরও বলেছেন, বৈদেশিক মুদ্রা পাঠিয়ে সহায়তার জন্য তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিতে ব্যাংক হিসাব খুলেছেন। এ ছাড়া তিনি আরও প্রতিশ্রুতি দেন, এই অর্থসহায়তা সেসব খাতে ব্যয় করা হবে, যেখানে প্রয়োজনটা সবচেয়ে বেশি। তিনি বলেন, ব্যাংক নিশ্চয়তা দিচ্ছে, এভাবে আসা বৈদেশিক মুদ্রা শুধু খাদ্য, জ্বালানি ও ওষুধের মতো নিত্যপণ্য কেনার ক্ষেত্রে ব্যয় করা হবে।
তবে গভর্নরের এ আহ্বানে প্রবাসী শ্রীলঙ্কানরা সন্দেহ প্রকাশ করছেন। অস্ট্রেলিয়ায় বাস করা এক শ্রীলঙ্কান চিকিৎসক বলেন, ‘সাহায্য করতে আমাদের কোনও আপত্তি নেই। তবে অর্থ দেওয়ার ব্যাপারে আমরা সরকারকে বিশ্বাস করতে পারছি না।’
সূত্র: ফ্রেঞ্চ টোয়েন্টি ফোর
বিডি প্রতিদিন/নাজমুল