মারা গেলেন আমেরিকান বডি বিল্ডার সেড্রিক ম্যাকমিলান। তার বয়স হয়েছিল ৪৪ বছর। সড়ক দুর্ঘটনা ও করোনার (কোভিড -১৯) কারণে কয়েক বছর ধরে স্বাস্থ্যগত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
এই মৃত্যুর খবর অনলাইনে নিশ্চিত করেছে তার পৃষ্ঠপোষক ব্ল্যাক স্কাল ইউএসএ। যদিও মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।
ফলে গত এক বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে সুপরিচিত বডি বিল্ডারের তৃতীয়জনের মৃত্যু হলো।
মার্কিন সেনাবাহিনী এবং ন্যাশনাল গার্ডের একজন অভিজ্ঞ বডি বিল্ডার ছিলেন ম্যাকমিলান। তিনি মর্যাদাপূর্ণ আর্নল্ড ক্লাসিকের ২০১৭ এর বিজয়ী ছিলেন।
ম্যাকমিলান ২০০৯ সালে একজন পেশাদার বডি বিল্ডার হয়ে ওঠেন। ২০২০ সালের পরে গুরুতর সাইকেল দুর্ঘটনা, হার্টের সমস্যা ও কোভিড -১৯ সহ স্বাস্থ্য সমস্যায় জর্জরিত হওয়ার পরে তিনি আর প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি।
সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ