রাশিয়ার যুদ্ধের ‘প্রতীকী চিহ্নগুলো’ আইন করে নিষিদ্ধ করল মলদোভা। দেশটির ইউরোপ-পন্থী সংখ্যাগরিষ্ঠ ৫৩ জন এমপি এ সংক্রান্ত আইন পাস করেন।
রুশ যুদ্ধের এসব প্রতীকের মধ্যে রয়েছে ‘জেড, ভি এবং সেন্ট জর্জ ফিতা’।
এগুলোকে ইউক্রেনে প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযানের প্রতীক হিসেবে দেখা হয়।
এসব প্রতীক তৈরি, বিতরণ, পরা এবং প্রদর্শনের জন্য জরিমানার বিধান করে আইনটি পাস করে মলদোভা।
এদিকে, দেশটির রাশিয়াপন্থী বিরোধীরা- যারা এই মাসের শুরুতে বিলের বিরুদ্ধে আপিল করেছিল- ভোটকে ব্যাহত করার চেষ্টা করে।
বিরোধী দল পার্টি অব সোশ্যালিস্টের সদস্যরা, এমপি আদ্রিয়ান লেবেডিনশি এবং গ্রিগোর নোভাক এর আগে দাবি করেছিলেন যে, এ ধরনের নিষেধাজ্ঞা ‘মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করে’ এবং ‘সমাজকে বিভক্ত করে’। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম