পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টোর পুত্র বিলাওয়াল ভুট্টো-জারদারি লন্ডনের উদ্দেশে পাকিস্তান ছেড়েছেন। পাকিস্তানী গণমাধ্যমের খবরে বলা হয়েছে এই সফরে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুসলিম লিগ-নওয়াজের শীর্ষ নেতা নওয়াজ শরীফের সাথে দেখা করবেন বিলাওয়াল।
বিলাওয়ালের পাকিস্তান ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন পিপিপির সাধারণ সম্পাদক ফারহাতুল্লাহ বাবর। তিনি নওয়াজের সাথে বৈঠকের বিষয়টি চূড়ান্ত করে বলেন, ‘নওয়াজকে অভিনন্দন জানাতে ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিই সভার মূল আলোচ্য বিষয় হবে।’
যদিও বিশেষ সূত্রের বরাতে জিও নিউ জানাচ্ছে, শাহবাজ শরীফের সরকারের সাথে নানা বিষয়ে বোঝাপড়ার যে ঘাটতি তা মেটাতেই বিলাওয়ালের এই লন্ডন যাত্রা। সাথে বিলাওয়ালের পররাষ্ট্রমন্ত্রীর পদ নেওয়ার বিষয়ে মীমাংসার মাধ্যম হতে পারেন শাহবাজের বড় ভাই নওয়াজ। অনেকেই মনে করছেন, জোটে গেলেও এখন নওয়াজের দল পিএসএল-এনের সাথে পিপিপি ঠিকঠাক সমঝোতায় পৌঁছাতে পারেনি।
সূত্র: জিও নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল