এক বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনায় আরও উত্তপ্ত শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবারও কেন্দ্রীয় অঞ্চলে কারফিউ জারি রেখেছে পুলিশ।
আজ বুধবার শ্রীলঙ্কার সরকার বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে। জানা গেছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শ্রীলঙ্কায় পুলিশের গুলিতে মঙ্গলবার এক বিক্ষোভকারী নিহত হন। পরে রামবুক্কানায় শহরের পুলিশ কারফিউ জারি করে।
শ্রীলঙ্কার পুলিশ প্রধান সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি এরইমধ্যে রামবুকান্নার ঘটনায় একটি তদন্ত শুরু করেছি।’ গতকাল মঙ্গলবারের বিবৃতিতে পুলিশ জানিয়েছিল, রাজধানী কলম্বো থেকে ৯৫ কিলোমিটার দূরের শহর রামবুকান্নায় বিক্ষোভকারীরা একটি ডিজেল ট্যাঙ্কারে আগুন ধরিয়ে দেয়। এসময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে পুলিশ।
লঙ্কান পুলিশ প্রধান আরও বলেন, ‘আমি আত্মবিশ্বাসের সাথে বলছি, এই ঘটনার কঠোর, পক্ষপাতহীন তদন্ত হবে।’
যুক্তরাষ্ট্র, কানাডাসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশও বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে।
অর্থনৈতিক সঙ্কটের কারণে জ্বালানি তেল, খাদ্য, ওষুধসহ নানা ধরনের সঙ্কটে ভুগছে শ্রীলঙ্কা। বর্তমান সরকারে পতনের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরেই দেশটির বিভিন্ন এলাকায় বিক্ষোভ অব্যাহত রয়েছে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল